সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি।
1 comment
হ্যালো বন্ধুরা ।সবাই কেমন আছেন । আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি অনেকদিন পর কলেজের ভিতরে গেলাম । অনেকদিন থেকে কলেজের ভিতরে যাওয়া হয়নি। কেননা লকডাউনে প্রায় দেড় বছর আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। স্কুল কলেজ গুলো বন্ধ থাকায় কলেজের রূপ চেঞ্জ হয়ে গেছে। কলেজের ভিতরে গিয়ে দেখি পুরা কলেজ ফুলের সমাহার হয়ে গেছে। তাই কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।
এটি হলো আমাদের কলেজের মেইন গেট। আমাদের কলেজের গেটে দেখতে অনেক সুন্দর। সুন্দর বলে সবাই এখানে ছবি তুলতে আসে। অনেক পুরনো কিন্তু দেখতে অনেক সুন্দর শোনো নতুন এই লাগে। কেননা গেটটি সংস্কার চলতেই থাকে।
এই ফুলগুলি গেটের সামনে প্রচুর পরিমাণে রয়েছে। এই ফুলগুলি কলেজ গেট কে অনেক সৌন্দর্যে তুলে ধরে। ফুল গুলো ছোট হলেও দেখতে অনেক সুন্দর।
কলেজের ভিতরে পা দিতে না দিতেই, সাদা ও লাল গোলাপের বাগান। রাস্তার সাইড দিয়ে লাগানো। গোলাপ আমাদের দেশে অতি জনপ্রিয় একটি ফুল। কেননা এই ফুল ছাড়া প্রেম নিবেদন হয় না । তবে লাল সাদা দুটো গোলাপ এই জনপ্রিয়।
তারপর কিছুদূর এগিয়ে গিয়ে দেখি প্রশাসনিক ভবনের সামনে অনেক বড় বড় সাইজের ফুল ফুটেছে। ফুল গুলোর নাম জানিনা তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর। বিকেল বেলা যখন কলেজে যাই তার আগে অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এইদিকে। সেই জন্য প্রত্যেকটি হলে বৃষ্টির ছোঁয়া লেগে আছে। যেন মনে হয় সকালবেলায় শীত পড়েছে ফুলগুলোর গায়ে।
এই ফুলটি দেখতে ধবধবে সাদা। দেখতে অনেক সুন্দর শোনো কিউট। তবে ফুলটির বৃষ্টির পানি ছোঁয়া লেগে আরো সুন্দর দেখাচ্ছে।
আমি প্রায় অনেকগুলো রংগের ফুলের ছবি তুলেছি। এই ফুলটি প্রায় সবাই পরিচিত। কেননা গ্রামগঞ্জে বা শহরে এই ফুলটি গেটের সামনে দেখা যায়।
এই ফুলের কথা আর কি বলব। এই ফুলকে কে না চেনে। এই ফুলটির নাম জবা ফুল। জবাফুল অনেক রঙের হয়ে থাকে। আমি আমার ক্যামেরায় লাল রঙের জবা ফুল বন্দি করেছি।
এগুলো হলো তালগাছ। এগুলো আমাদের কলেজের ভিতরে রাস্তাগুলোর সাইট দিয়ে রয়েছে। তাল গাছের পাতা দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে পাতাগুলোকে গোল গোল করে কেটে। পাতাগুলো কে কাটার পর হাত পাখার মত মনে হয় পাতাগুলোকে।
এই ফুলগুলোর আমি নাম জানিনা তবে গাছ গুলো দেখতে অনেকটাই হলুদ গাছের মত। তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে ।
আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।

Comments