I traveled to my girlfriend's garden and collected some beautiful pictures / আমার বান্ধবীর বাগান ভ্রমণ করে সুন্দর কিছু ছবি সংগ্রহ করেছি
0 comments
ENGLISH
PHOTOGRAPHY
Image created canva.com
Good night friends I hope you are all well. I came to you at night with some very beautiful photography. Which I have never shared with you before. In that case I collected the pictures from my girlfriend's garden. My girlfriend's father has collected very beautiful trees in his own garden. He has a very large garden in his own residence. I go there to visit only to see the garden. From there I collected some photography. Which I am willing to share with you. I then presented my pictures below.
First I present to you a picture of a sunflower. When I was in school I only saw sunflowers on our school porch. But then I saw this flowering tree in the municipal park of Bogra city. Besides, I have never seen this flower tree. But soon my girlfriend's father brought this tree to their garden. So I got to see this tree there. I feel happy after watching. Immediately after seeing this tree, I took out my mobile phone and took some pictures. The pictures look awesome. Please let us know in the comments how you feel. So I'm going to the next picture now.
This time the fruit that you can see in the picture, this flower is called rooster flower in our country. Rooster flowers are rarely seen. But where can this tree be seen. The surroundings create a pleasant atmosphere. So this flower enhances the beauty of the garden and this flower has no scent. Beautiful is the feature of this flower.
This time I will tell you about another beautiful flower. The name of this flower is Gandharaja flower. Why not stay in that place in the garden, there is a very nice smell around. If you find the scent of this flower around, you will surely understand that there is Gandharaja flower in that garden. If there are fragrant flowers in the garden, only the name of this flower will come to mind. Then of course remember the flower and this flower is a very small white color to look at. There are different colors of this flower but I have only seen white Gandharaja flower.
This time I will tell you about the flowers with beautiful eyes. Nayantara flower tree is on the roof of my house. Very beautiful flowers are blooming there. There are a few types of eyes they have flowers. All I have is a white flowering tree. Besides, there are all kinds of Nayantara flowers in my girlfriend's garden. All kinds of trees are stored here. This flower is very beautiful to look at, there is no scent but the small flowers look amazing. The flowers look a bit like stars. That is why she is called Nayan Tara flower.
Then I present to you some very beautiful flower photography. If you like the pictures, encourage me through the comments. I want to be a photographer. That's why I want to learn photography. If you have any tips and tricks, please let us know in the comments. See you later with a new tutorial. Stay well everyone stay healthy. Assalamualaikum.
বাংলা
ফটোগ্রাফি
Image created canva.com
শুভ রাত্রি বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি রাতের বেলা আপনাদের মাঝে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। যেগুলো আমি এর আগে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। সে ক্ষেত্রে আমি ছবিগুলো আমার বান্ধবীদের বাগান থেকে সংগ্রহ করেছি। আমার বান্ধবীর বাবা খুব সুন্দর সুন্দর গাছ সংগ্রহ করে রেখেছেন তার নিজস্ব বাগানে। তিনি একটি অনেক বড় বাগান তৈরি করে রেখেছেন তার নিজস্ব বাসভবনে। আমি সেখানে ভ্রমণ করতে যাই শুধুমাত্র বাগান দেখার জন্য। সেখান থেকে আমি কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছি। যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছুক। আমি তাহলে নিচে আমার ছবিগুলো উপস্থাপন করলাম।
প্রথমে আমি আপনাদের মাঝে সূর্যমুখী ফুলের ছবি উপস্থাপন করলাম। আমি যখন স্কুলে লেখাপড়া করতাম শুধু আমাদের স্কুলের বারান্দায় সূর্যমুখী ফুলের গাছ দেখেছিলাম। কিন্তু তারপরে বগুড়া শহরের পৌর পার্কে আমি এই ফুলের গাছ দেখি। এছাড়া আমার কখনো এই ফুলের গাছ চোখে পড়েনি। কিন্তু খুব শীঘ্রই আমার বান্ধবীর বাবা এই গাছটি নিয়ে এসেছে তাদের বাগানে। তাই আমি সেখানে এই গাছটি দেখতে পেরেছি। দেখার পর আমার আমার আনন্দ লাগছে। এই গাছটি দেখার পরে সঙ্গে সঙ্গে আমি মোবাইল ফোন বের করে কয়েকটা ছবি তুললাম। ছবিগুলো দেখতে অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি এখন পরবর্তী ছবিতে যাচ্ছি।
এবার ছবিতে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফুল আমাদের বাংলাদেশে মোরগ ফুল বলা হয়। মোরগ ফুল খুবই কম চোখে পড়ে। কিন্তু যেখানে দেখা যায় এই গাছটি। আশেপাশের দৃশ্য মনোরম পরিবেশের সৃষ্টি হয়। তাই এই ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে এবং এই ফুলের কোন ঘ্রাণ নেই। দেখতে সুন্দর এটা এই ফুলের বৈশিষ্ট্য।
এবার আমি আপনাদের মাঝে খুবই সুন্দর আরেকটি ফুল সম্পর্কে বলব। এই ফুলের নাম গন্ধরাজ ফুল। বাগানে যে জায়গাতে থাকনা কেন আশেপাশে খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে। আশে পাশে এই ফুলের ঘ্রাণ পাওয়া গেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সে বাগানে গন্ধরাজ ফুল রয়েছে। বাগানের মধ্যে ঘ্রানযুক্ত ফুল থাকলে শুধু এই ফুলের নাম মনে আসবে। তাহলে অবশ্যই ফুলটি মনে রাখবেন এবং এই ফুলটি দেখতে খুবই ছোট সাদা কালার। এছাড়া বিভিন্ন কালার আছে এই ফুল কিন্তু আমি শুধু সাদা কালার গন্ধরাজ ফুল দেখেছি।
এবার আমি আপনাদের মাঝে বাহারি নয়ন তারা ফুল সম্পর্কে বলবো। নয়নতারা ফুলের গাছ আমার বাসার ছাদে রয়েছে। সেখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কয়েক ধরনের নয়ন তারা ফুল আছে। শুধু আমার কাছে সাদা কালারের নয়নতারা ফুলের গাছ আছে। এছাড়া আমার বান্ধবীর বাগানে যত রকমের নয়নতারা ফুল রয়েছে। সব ধরনের গাছ এখানে মজুদ আছে। এই ফুলটি দেখতে খুবই সুন্দর, ঘ্রাণ নেই কিন্তু ছোট্ট ছোট্ট ফুলগুলো অসাধারণ দেখতে। ফুল গুলো দেখতে কিছুটা তারার মত। সেজন্য তাকে নয়ন তারা ফুল বলা হয়।
তাহলে আমি আপনাদের মাঝে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করলাম। ছবিগুলো ভাল লাগলে আমাকে কমেন্ট এর মাধ্যমে উৎসাহিত করুন। আমি একজন ফটোগ্রাফার হতে চাই। সেজন্য ফটোগ্রাফি শিখতে ইচ্ছুক। আপনাদের মাঝে যদি কোন টিপস-এন্ড-ট্রিকস থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামুয়ালাইকুম।
Comments